ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভিন্নধর্মী আয়োজনে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১ মে ২০২৫

সর্বশেষ

ভিন্নধর্মী আয়োজনে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান

প্লাস্টিক পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে মে দিবসে ভিন্নধর্মী আয়োজন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন।

বৃহস্পতিবার (০১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধনে এই আহ্বান জানানো হয়।

মানববন্ধনে পাট দিয়ে তৈরি চটের ব্যানার এবং পাট দিয়ে তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা।

এতে অংশ নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের এক সময়ের সোনালী আঁশখ্যাত পাট আজ বিলুপ্তির পথে।

পলিথিন ব্যবহারে আমার দেশের মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালী আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

জনপ্রিয়