ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শুধু যুক্তরাষ্ট্র নয় বরং পুরো পৃথিবী চালাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১ মে ২০২৫

সর্বশেষ

শুধু যুক্তরাষ্ট্র নয় বরং পুরো পৃথিবী চালাচ্ছি: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন কেবল যুক্তরাষ্ট্রই নন, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন এবং এতে অনেক আনন্দ পাচ্ছেন বলেও জানান তিনি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন উপলক্ষে সম্প্রতি মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন তিনি।

আগের মেয়াদের চেয়ে এবার নিজেকে অনেক বেশি ‘শক্তিশালী’ মনে হচ্ছে এবং প্রশাসনে এখন কেবল বিশ্বস্ত লোকরাই রয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, প্রথমবার আমার দুটি কাজ ছিল, দেশ চালানো এবং টিকে থাকা। তখন চারপাশে ছিল দুর্নীতিগ্রস্ত লোকজন। এবার দ্বিতীয়বার, আমি দেশ ও পুরো পৃথিবী চালাচ্ছি। 

দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ও রসিকতার ভঙ্গিতে বলেন, আমি যা করি তা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি এতে আনন্দ পাই। এটা একদিকে মজার, আবার অন্যদিকে খুব গুরুতর দায়িত্বও বটে। 

এর আগে, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’এ দেওয়া এক পোস্টে ট্রাম্প পূর্বসূরি জো বাইডেনের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করে বলেন, ‘আমি আমেরিকার সুদিন ফিরিয়ে আনব।’

এদিকে, সাম্প্রতিক মার্কিন জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প এখনো তার ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছেন। 

এর মধ্যে ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘এবিসি নিউজ’ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে ৩৯ শতাংশ মার্কিনি ট্রাম্পের কার্যক্রমকে সমর্থন করেন। এই সমর্থনও তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে বলেও মনে করা হচ্ছে।

তবে বিতর্ক তৈরি হয়েছে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট হতে পারেন। যদিও এর আগে একাধিকবার ট্রাম্প তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এমনকি তার অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা পণ্যও বিক্রি হচ্ছে।


 

জনপ্রিয়