ঢাকা রোববার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ৩ মে ২০২৫

সর্বশেষ

এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ পরামর্শ দেন তিনি। ১৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জামায়াতের আমির বলেন, ‘আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি, যেখানেই ভোগান্তি সেখানেই আমরা চেষ্টা করি ছুটে যেতে। জনগণের দায়িত্ব যেমন আছেন, তেমনি গণনামূলক দল হিসেবে জামায়াতের দায়িত্ব সবচেয়ে বেশি মনে করি। তাই আমরা চেষ্টা করি সাধ্যমতো দেশের কল্যাণে কাজ করতে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘২০০৯ খ্রিষ্টাব্দ থেকেই ইসলামপন্থি মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। পিলখানায় দেশপ্রেমিক সেনাকর্মকর্তা, হেফাজতের সমাবেশে শাপলা চত্বরের গণহত্যাসহ ২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। সাড়ে ১৫ বছর যারা হত্যা, নির্যাতন, অর্থ পাচারসহ নানা অপকর্ম করেছে, এসবকিছুর আমরা বিচার দাবি করছি।’

‘অর্থপাচারের বিচার করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।’

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। এই কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। সরকারকে এরই মধ্যে আমরা সতর্ক করেছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, ‘মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তাঁরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাঁদের নিবৃত থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজিসহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে।’ এসময় তিনি জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে জামায়াতের আমির বলনে, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটি মজলুম দল। বাংলাদেশ একটি ভুক্তভোগী দেশ।’

জনপ্রিয়