ঢাকা রোববার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২০:৪০, ৩ মে ২০২৫

আপডেট: ২০:৪০, ৩ মে ২০২৫

সর্বশেষ

ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার বন্ধুর পথে দেশকে ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার (৩ মে) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন। খবর এএফপির।

শনিবার সিডনিতে এক নির্বাচনি সমাবেশে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বামঘেঁষা লেবার পার্টির নেতা আলবানিজ বলেন, ‘এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতিকে সেবা করার সুযোগ বজায় রাখার জন্য অস্ট্রেলিয়ার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে, অস্ট্রেলিয়ার ডানপন্থি বিরোধী দলের নেতা পিটার ডাটন নির্বাচনে তার দলের পরাজয় মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা হয়েছে তার। ডাটন বলেন, ‘আমি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি। এই নির্বাচনি দৌড়ে আমরা ভালো করতে পারিনি এবং এর পূর্ণ দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।’

অস্ট্রেলিয়ায় আজ শনিবার সকাল ৮টা থেকে পূর্ব তীরের অঞ্চলগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। এরপর একে একে ভোটগ্রহণ করা হয় পশ্চিমাঞ্চলের এলাকা ও দূর-দূরান্তের দ্বীপপুঞ্জগুলোতে।

দেশটির ১ কোটি ৮১ লাখ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারই অংশ নিয়েছেন আগাম ভোট দেওয়ার সুযোগটিতে। অস্ট্রেলিয়ার নির্বাচন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দেশটিতে ভোট দেওয়া বাধ্যতামূলক, কেউ যদি ভোটাধিকার প্রয়োগ না করেন, তবে তাকে ২০ অস্ট্রেলিয়ান ডলার (১৩ মার্কিন ডলার) জরিমানা দিতে হয়। আর এজন্যই দেশটির নির্বাচনে ভোট প্রদানের হার ৯০ শতাংশের ওপরে থাকে।

জনপ্রিয়