
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘করিডোর দেয়ার আগে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বিবেচনা করতে হবে, তারপর অন্য বিষয়। সেজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরও বলেন, ‘বর্তমানে তৃণমূল পর্যায়ে যে সব নাগরিক কার্যক্রম রয়েছে, তা ব্যাহত হচ্ছে। এজন্য যেভাবে হোক দ্রুত স্থানীয় সরকার সুসংগঠিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন অথবা প্রশাসক নিয়োগ দিতে হবে।’
এর আগে দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।