ঢাকা রোববার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ৩ মে ২০২৫

সর্বশেষ

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন,জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ না। শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন।

আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’

সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।’

সংলাপে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা এতে অংশ নেন।

ফরহাদ বলেন, ‘সংস্কার সংক্রান্ত অনেক সুপারিশের সঙ্গেই এই জোট একমত নয়। তবে আলোচনার মাধ্যমে সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতামত দেয়া সম্ভব হবে।’

 

জনপ্রিয়