ঢাকা রোববার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সন্ধ্যায় বিএনপির যৌথ সভা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ৩ মে ২০২৫

সর্বশেষ

সন্ধ্যায় বিএনপির যৌথ সভা

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ৩ মে ২০২৫ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধরনা করা হচ্ছে। যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয়