ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ২১ মে ২০২৫

আপডেট: ২১:২৫, ২১ মে ২০২৫

সর্বশেষ

প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে

পড়ালেখা সম্পন্নের পর শিক্ষার্থীদের দেশের দায়িত্ব নিতে হবে। প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে এমন কাল্পনিক গল্প জনগণ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচারের শক্ত জবাব দেয়া হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কাজ করলে ইতিহাসে কোনও জায়গা হবে না। এ সময় দ্রুত গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দেশে যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা। এটি নিশ্চিত করতে না পারলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

জনপ্রিয়