ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা দেয়ার পক্ষে ৯৮ শতাংশ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৬:০০, ২২ মে ২০২৫

সর্বশেষ

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা দেয়ার পক্ষে ৯৮ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা ও পূর্ণাঙ্গ বাড়িভাড়া দেয়া উচিত বলে মনে করেন কী? এমন প্রশ্নে, সমর্থন জানিয়েছেন ৯৮ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া বাকি ১ শতাংশ মানুষ এমন বক্তব্যে একমত নন। এ ছাড়া বাকি ১ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।

দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ২৫ হাজার ১৮৮ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ২৪ হাজার ৭১৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৩৭৫ জন মানুষ।

গত ১৭ মে দুপুর থেকে শুরু হয়ে ১৯ মে বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইট এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা ও পূর্ণাঙ্গ বাড়িভাড়া দেয়া উচিত বলে মনে করেন কি? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আসন্ন ঈদুল আজহার আগেই শতভাগ উৎসবভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন শিক্ষকরা। অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ২৫ শতাংশ উৎসবভাতা এবং ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

এর সূত্র ধরেই প্রশ্ন আসে, এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা ও পূর্ণাঙ্গ বাড়িভাড়া দেয়া উচিত বলে মনে করেন কি?

জনপ্রিয়