ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদ স্থগিত 

জাতীয়

দৈনিক শিক্ষাডটকম, বরিশাল 

প্রকাশিত: ২২:২৮, ২১ মে ২০২৫

সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদ স্থগিত 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বৈছাআর বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, এ ঘটনার আগে গত রোববার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার (মারজুক) বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না? এমন নোটিশ দেয়া হয়। কিন্তু সেই নোটিশের প্রেক্ষিতে যথাযথ জবাব পায়নি সংগঠন। তাই মঙ্গলবার দিনগত রাতে বৈছাআ বরিশাল জেলার আহবায়ক সাব্বির, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্যসংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
 

জনপ্রিয়