ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই’

জাতীয়

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৭, ২১ মে ২০২৫

সর্বশেষ

‘চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই’

সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের প্যারিসে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এক শুভেচ্ছা চা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, সত্যের পক্ষে কলম চালাতে গিয়ে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়, কিন্তু বেলাশেষে জনগণের ভালোবাসাই আমাদের মূল শক্তি হিসেবেই দৃশ্যমান হয়। চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই। 

অনুষ্ঠানে প্যারিস প্রবাসী সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথির আগমনে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আবদুল মান্নান আযাদ এবং সঞ্চালনায় ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহাবুব হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস‍্য মোহাম্মদ খান, অটোমোবাইল ইঞ্জিনিয়ার জাকির কিবরীয়া, ইউকের বেসরকারি খাতের অর্থনীতি উপদেষ্টা এস মহিউদ্দিন আহমেদ, মিডিয়া এক্টিভিস্ট মীর জাহান, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, কবি নজরুল সেন্টার ফ্রান্সের কবি সুহেল আহমদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মামুন মাহিন ও মোহাম্মদ আরাফাত প্রমুখ।

উপস্থিত বক্তারা সাংবাদিক অলিউল্লাহ নোমানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকতা পেশায় তার সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অলিউল্লাহ নোমান তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মিডিয়ার স্বাধীনতা নিয়ে আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। সত্যের পক্ষে কলম চালাতে গিয়ে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়, কিন্তু বেলাশেষে জনগণের ভালোবাসাই আমাদের মূল শক্তি হিসেবেই দৃশ্যমান হয়। চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির দুই প্রধান চালিকাশক্তি হলো গার্মেন্টস শিল্প ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল রেমিট্যান্স। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে দুঃখজনক হলেও সত্য, প্রবাসীরা সরকারকে নিয়মিত রেমিট্যান্স পাঠালেও অধিকাংশ সময় অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন। এই অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে দাবি আদায়ে প্রবাসীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকা জরুরি। 

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশী প্রবাসী শ্রম, দক্ষতা ও মেধা দিয়ে বিদেশে সুনাম কুড়াচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখছেন। কিন্তু অনেক সময় বিমানবন্দর, কনস্যুলেট, দূতাবাস কিংবা সরকারি সেবাগুলো তারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার বিকল্প নেই।

চা চক্র শেষে সবাই প্যারিসে অবস্থানরত স্থানীয় অভিবাসীদের খোঁজ খবর নেন। আয়োজনটি হয়ে ওঠে এক আনন্দঘন প্রবাসী মিলনমেলা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

জনপ্রিয়