
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অংশগ্রহণকারী ১২ দলকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
গত সোমবার বিকেলে ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠবাড়িয়া পৌরসভা ক্লাস্টারের অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রতিযোগীদের হাতে এ অনুদান তুলে দেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গনি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার, বিএনপি নেতা একেএম নিজামুল কবির মিরাজ উপস্থিত ছিলেন।