ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের মূর্তি অপসারণ

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ০৯:৫১, ২৪ মার্চ ২০২৫

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের মূর্তি অপসারণ

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে।

গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন মূর্তিটি সরিয়ে ফেলে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তারা মূর্তিটি আইন অনুষদের সামনের উন্মুক্ত স্থান থেকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশি-অস্ট্রেলিয়ান প্রবাসী কমিউনিটির দাবির পরিপ্রেক্ষিতে মুজিবের মূর্তিটি সরিয়ে নেওয়া হয়।

২০১৭ খ্রিষ্টাব্দে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের মূর্তিটি স্থাপন করা হয়। এটি স্থাপনের পক্ষে যুক্তি হিসেবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গোপসাগরের সামুদ্রিক আইন প্রণয়নের পথিকৃৎ হিসেবে উপস্থাপন করা হয়।

প্রথম থেকেই মূর্তিটির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার চর্চা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে একদলীয় শাসন কায়েম করা একজনের মূর্তি স্থাপন করা অনৈতিক।

২০২৪ খ্রিষ্টাব্দের বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসী বাংলাদেশিরা এ দাবি আরও জোরালো করেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মুজিবের একদলীয় শাসন, মানবাধিকার লঙ্ঘন ও দমননীতির ইতিহাস তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয়