ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিসিএফের নতুন কমিটির সভাপতি এমডি নুর, সাধারণ সম্পাদক নজমুল কবির

বিবিধ

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে 

প্রকাশিত: ১৩:৪১, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

বিসিএফের নতুন কমিটির সভাপতি এমডি নুর, সাধারণ সম্পাদক নজমুল কবির

ফ্রান্সের জনপ্রিয় ও বৃহত্তর সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি-ইন-ফ্রান্সের (বিসিএফ) ২০২৫-২৬ খ্রিষ্টাব্দের দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এমডি নুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নজমুল কবির। 

কমিটিতে সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক  আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহেদ ভূঁইয়া ও অর্থ সম্পাদক হিসেবে ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) পন্তার একটি রেস্টুরেন্টে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন বিসিএফের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন। 

ইফতারের পর ‘ফ্রান্সে কেমন বাংলাদেশ কমিউনিটি চাই’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক মান্নান আজাদ, ফ্রান্সটোয়েন্টিফোর-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বিডি ফার্নিচার-এর স্বত্তাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, শ্রমিক গ্রুপ সাধারণ সম্পাদক তানিম হোসেন, এমসি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, আদাফ পরিচালক ওয়াদুদ তানভীর, প্রবাসী অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক হায়দার হোসেন, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাস হোসেন, লক্ষ্মীপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ভূঁইয়া, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, মনোয়ার পাটোয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কুতুবউদ্দিন জিকো, বাবু ভূইঁয়া, শাফায়াত জামিল, শরিফ উদ্দিন চিশতি, ইমন চৌধুরী, সংগঠক কাওসার আহাম্মেদ প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন। 

নবনির্বাচিত সভাপতি এমডি নুর বলেন, আমরা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে চাই। নতুন কমিটি আরো ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবে।

জনপ্রিয়