ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ছাত্র পারভেজ হত্যার বিচার দাবিতে জবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

শিক্ষা

আমাদের বার্তা , জবি

প্রকাশিত: ১০:১৬, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৪৯, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ছাত্র পারভেজ হত্যার বিচার দাবিতে জবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।


এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৌরভ, মহসিন, ফারুক, কাওসার, মাসুদ, পরাগ, রাকিব, আরিফ, আরাফাত, মারুফ, রায়হান হোসেন অপু, আবু তাহের, প্রধান, রবিন, মেহেদী, মামুন, আবু সুফিয়ানসহ শতাধিক ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত 

 

জনপ্রিয়