ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যুক্তরাষ্ট্রের মাঠে কিউই বধের কাব্য লিখলো আফগানরা

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ৮ জুন ২০২৪

আপডেট: ০৯:৪৪, ৮ জুন ২০২৪

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের মাঠে কিউই বধের কাব্য লিখলো আফগানরা

নিজেদের সেরার দিনে আফগানিস্তানের বোলিং বিভাগ কতটা ভয়ংকর তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড। রশিদ–নবী–ফারুকির দাপুটে বোলিংয়ে কিউইদের উড়িয়ে দিয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে আফগানরা।

‘সি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ৭৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। রশিদ খানের দল ম্যাচ জেতে ৮৪ রানের বড় ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ২০ ওভারে ১৫৯/৬ (গুরবাজ ৮০, ইব্রাহিম ৪৪, ওমারজাই ২২, নাবি ০, রাশিদ ৬, জানাত ১*, গুলবাদিন ০, নাজিবউল্লাহ ১*; বোল্ট ৪-০-২২-২, হেনরি ৪-০-৩৭-২, স্যান্টনার ৪-০-২৪-০, ব্রেসওয়েল ৩-০-২৭-০, ফার্গুসন ৪-০-২৮-১, মিচেল ১-০-১৬-০)


নিউ জিল্যান্ড : ১৫.২ ওভারে ৭৫ (অ্যালেন ০, কনওয়ে ৮, উইলিয়ামসন ৯, মিচেল ৫, ফিলিপস ১৮, চ্যাপম্যান ৪, ব্রেসওয়েল ০, স্যান্টনার ৪, হেনরি ১২, ফার্গুসন ২, বোল্ট ৩*; ফারুকি ৩.২-০-১৭-৪, নাবি ৪-০-১৬-২, নাভিন ৩-০-১০-০, রাশিদ ৪-০-১৭-৪, নুর ১-০-১০-০)

ফল : আফগানিস্তান ৮৪ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : রহমানউল্লাহ গুরবাজ

জনপ্রিয়