ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লাইফ সাপোর্টে তামিম, বিসিবির বোর্ড সভা স্থগিত

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ২৪ মার্চ ২০২৫

সর্বশেষ

লাইফ সাপোর্টে তামিম, বিসিবির বোর্ড সভা স্থগিত

বিসিবি পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ বোর্ড সভায় বসার কথা ছিল পরিচালকদের। কিন্তু ডিপিএল চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল খান। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিসিবির বেশ কয়েক পরিচালক। তাই বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার।

প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম।

ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। তাই নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। 

যেখানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ককে হবে তা নিয়েও আলোচনা হতো।

জনপ্রিয়