ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিম ইকবালের

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ২৪ মার্চ ২০২৫

সর্বশেষ

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিম ইকবালের

এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।

এর আগে, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল, বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন।

এদিকে, তামিমকে ঢাকা আনার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

জনপ্রিয়