
বিপিএলে ব্যাট হাতে নজর কেড়ে জাতীয় দলে ঢুকেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়। সেই পারফরম্যান্সেই টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি, খেলেন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের সবকটি ম্যাচে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তার।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। এই ম্যাচেই মাঠে নামবেন হৃদয়।
হৃদয়ের লিস্ট ‘এ’ শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান খুবই আশা জাগানিয়া। ৪৬ ম্যাচে ১ হাজার ৬০১ রান করেছেন তিনি। যার গড় ৪৭.০৮ ও স্ট্রাইকরেট ৮১.১৮। ১ হাজার ৬০১ রান করার পথে একটি সেঞ্চুরি ও ১৪ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ১২২।
গত মাসে শেষ হওয়া বিপিএলে হৃদয় হন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও ১৩ ম্যাচে ৪০৩ রান আসে তার ব্যাট থেকে। যার গড় ৩৬.৫৩ ও স্ট্রাইকরেট ১৪০.৪১। টুর্নামেন্টে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৫।