ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ২০ অগ্রাহায়ণ ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
Retina
Retina
nogod
nogod
Retina
Retina

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৯ নভেম্বর ২০২৩

সর্বশেষ

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদির ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সহিংসতা বন্ধ না করলে এর সঙ্গে জড়িত ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় ১২ হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক উপসম্পাদকীয়তে পশ্চিম তীরে সহিংসতা বন্ধ না করলে ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বাইডেন।

বর্তমানে মার্কিন ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামে একটি কর্মসূচির সঙ্গে যুক্ত ইসরায়েল। এই কর্মসূচির আওতায় যে কোনো ইসরায়েলি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। গত অক্টোবর মাসে এই কর্মসূচিতে ইসরায়েলকে যুক্ত করে যুক্তরাষ্ট্র। এবার এই ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন।

বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েক বার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।

জনপ্রিয়