
সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করা হয়। গতকাল সোমববার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, বাকাছাপ-এর সভাপতি বাস্তব ষোঘ, আহসান মিয়া, সিয়াম খান, খলিফা ও রামিমসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ মাস যাবত দেশের ৭৭৭ জন শিক্ষকের বেতন বন্ধ রয়েছে। আর বেতন বন্ধ থাকার কারণে আমরা ক্লাস পাচ্ছি না। শিক্ষকদের বকেয়া বেতন দিয়ে ক্লাস শুরু করার আহ্বান জানান তারা।