ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সিকৃবিতে ভেটেরিনারি ডায়াগনস্টিক ল্যাবের উদ্বোধন

শিক্ষা

আমাদের বার্তা, সিকৃবি

প্রকাশিত: ২০:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সিকৃবিতে ভেটেরিনারি ডায়াগনস্টিক ল্যাবের উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের ‘ডায়াগনস্টিক ল্যাব’ উদ্বোধন হয়েছে। সোমবার সকালে এই ল্যাব উদ্বোধন হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা এই ল্যাবটির উদ্বোধন করেছেন। 

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ল্যাবে এখন আরো সহজে গবাদি পশু, পোষা প্রাণী ও পাখির নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এখানে রয়েছে মলমূত্র পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্সরে, আলট্রাসনোগ্রাফি, ছোট অপারেশন, বন্ধ্যাত্বকরণ, খোঁজা করণ, সিজারিয়ান অপারেশনসহ অন স্পট সার্ভিসের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এ ছাড়া পোষা প্রাণীর বিভিন্ন রোগের প্রতিষেধক (টিকা) ও পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ল্যাব সংশ্লিষ্টরা। 

ল্যাব উদ্বোধন শেষে পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. মাহফুজুর রহমানের সভাপতিত্ত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। 
বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানরা, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর প্রমুখ।

জনপ্রিয়