ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাবিতে  ছাত্রী হলে ছাত্রদের অবাধ প্রবেশের অভিযোগ 

শিক্ষা

আমাদের বার্তা, জাবি 

প্রকাশিত: ১৯:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

জাবিতে  ছাত্রী হলে ছাত্রদের অবাধ প্রবেশের অভিযোগ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের কর্মী সভা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি লঙ্ঘন করে  ছাত্রী হলে ছাত্রদের অবাধ প্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রীরা। গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের হল কর্মীসভা চলাকালীন এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শাখা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল ছাত্রলীগের উদ্যোগে হলের ক্যান্টিনে কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় ছাত্রীদের পাশাপাশি শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শুরুর পূর্বে নেতাকর্মীরা নিয়ম মেনে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের সাথে হলের অভ্যন্তরে প্রবেশ করলেও সভার মাঝামাঝি সময়ে কিছু নেতাকর্মী হলের অভ্যন্তরে যত্রতত্র ঘোরফেরা, ভেতরে প্রবেশ ও বাহির হয়েছেন।

এছাড়া কয়েকজন ছাত্রীকে হলের মাঠে তাদের ছেলে বন্ধুদের সাথে ছবি তুলতে দেখা যায়। এতে ছাত্রীরা তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় ছাত্রলীগ নেত্রীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে হল প্রভোস্টের উপস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন। 

সার্বিক বিষয়ে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, হলের অভ্যন্তরে ছাত্ররা যে ঘোরাফেরা করেছে তা আমাকে হল সুপাররা জানায়নি। জানতে পারলে সাথে সাথে ব্যবস্থা নিতাম। তবে যে ঘটনা  ঘটেছে তা বড়ই উদ্বেগের বিষয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলাবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়