ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

৩৯-এ পা দিলো ঢাবি সাংবাদিক সমিতি

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি

প্রকাশিত: ২০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

৩৯-এ পা দিলো ঢাবি সাংবাদিক সমিতি

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার ৩৮ বছর পার করে ৩৯তম বছরে পা দিলো দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক মো. খোরশেদ আলম, ডুজার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোজাহিদ মাহি, সভাপতি আল সাদী ভূঁইয়াসহ সমিতি কার্যনির্বাহী এবং সাধারণ সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

এদিকে ডুজা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসর, এমনকি জাতীয়ভাবে সর্বমহলে গ্রহণযোগ্য ও আস্থার সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি। ডুজার প্রতিটি সদস্য সাংবাদিকতার নীতি-নৈতিকতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাহসের সাথে সত্য প্রকাশ করে যাচ্ছে। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে আপসহীনভাবে কাজ করে যাচ্ছেন তারা। সংগঠনটি দেশ ও জাতির বিভিন্ন সংকটেও রেখেছে গুরত্বপূর্ণ ভূমিকা। 

জনপ্রিয়