ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক  

প্রকাশিত: ১৩:৪৬, ২৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে

৪ মে থেকে স্কুল,কলেজ, মাদরসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারও ক্লাস চলার সিদ্ধান্ত নেয়া হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে। চলমান তাপপ্রবাহের মধ্যে আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে আরো  জানা যায়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে ১ম শিফট সকাল ৮ টা থেকে ৯ টা ৩০  এবং দ্বিতীয় শিফট সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

২৫ এপ্রিল পৃথক দুই প্রজ্ঞান স্কুল,কলেজ, মাদরসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে  ৪ মে থেকে শনিবারও শ্রেণি চালু থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

২০ এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়। 

এদিকে সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ।  আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাসজুড়ে তাপ প্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

জনপ্রিয়