ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪ , ১ আষাঢ় ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

রিলের নেশায় শত ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৩ মে ২০২৪

রিলের নেশায় শত ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু 

ইনস্টাগ্রামে রিল বানিয়ে ভাইরাল হতে চেয়েছিলেন। তাই ১০০ ফুট উপর থেকে পানিতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। সেই পানি থেকে আর উঠতে পারেননি যুবক। 

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায়। মৃত যুবকের নাম তৌসিফ (১৮)। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে ইনস্টাগ্রামে রিল বানাতে নিকটবর্তী একটি গভীর জলাশয়ে গিয়েছিলেন যুবক। তাঁর সঙ্গে আরও কয়েক জন বন্ধু ছিলেন। পরিকল্পনা ছিলো, যুবক যখন ঝাঁপ দেবেন, তখন বাকিরা রিল বানাবেন। সেই অনুযায়ী, ভিডিয়ো চলাকালীন জলাশয়ের ১০০ ফুট উপরে উঠেছিলেন যুবক। স‌েখান থেকে নীচে ঝাঁপও দেন।

গোটা ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দেখা গিয়েছে, ঝাঁপ দেওয়ার পর কিছু ক্ষণ সাঁতার কাটার চেষ্টা করেন যুবক। কিন্তু পারেননি। ক্রমে তিনি ডুবতে শুরু করেন। তাঁর বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তাতে বিশেষ লাভ হয়নি। ওই বন্ধুরাই স্থানীয় প্রশাসনকে খবর দেন। 

রাতেই জলাশয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অনেক পরে সেখান থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বিজয়কুমার কুশওয়াহা জানিয়েছেন, অত উঁচু থেকে জলে ঝাঁপ দেওয়ার পর আর নিজেকে সামলাতে পারেননি যুবক। সেই কারণেই তলিয়ে যান। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার 

জনপ্রিয়