
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে শেষ কর্মদিবসে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহেদা বেগম এবং সিনিয়র শিক্ষক মোজাহিদুল ইসলাম। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফিসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে নবীন শিক্ষকদের প্রতি নীলফামারী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, স্কুল জীবনের তিন বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও একটু আনন্দিত। আমারও অবসরজনিত বিদায় নেওয়ার সময় খুব সন্নিকটে।