ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যাদের হাতে উঠল এবারের ৯৭তম অস্কার

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ৩ মার্চ ২০২৫

সর্বশেষ

যাদের হাতে উঠল এবারের ৯৭তম অস্কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে  অনুষ্ঠিত হলো ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেন।

এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রেকর্ড গড়ে 'এমিলিয়া পেরেজ' সিনেমা। বিভিন্ন বিভাগ মিলিয়ে এমিলিয়া পেরেজ ১৩টি মনোনয়ন পায়। এছাড়া ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়।

তবে ৯৭ তম অস্কারে বাজিমাত করে প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির সিনেমা ‘আনোরা’। সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রীর তিনটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’।

এক নজরে এবারের অস্কার বিজয়ীদের তালিকা:

সেরা ছবি: আনোরা

সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি

সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন

সেরা পরিচালক:  শন বেকার

সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন

সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা

অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কনক্লেভ' সিনেমার জন্য পিটার স্ট্রন

মৌলিক চিত্রনাট্য: 'আনোরা' সিনেমার জন্য শন বেকার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো

সেরা অ্যানিমেটেড শর্টস: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা ডকুমেন্টরি ফিচার: নো অদার ল্যান্ড

সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা

সেরা শর্টস লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট

বেস্ট অরিজিনাল স্কোর: 'দ্য ব্রুটালিস্ট'

বেস্ট অরিজিনাল সং:  'এমিলিয়া পেরেজ' সিনেমার গান 'এল মাল'

বেস্ট সাউন্ড: ডুন ২

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: 'দ্য সাবস্টেন্স'

সেরা কস্টিউম: 'উইকেড' সিনেমার জন্য পল ট্যাজওয়েল

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২

সেরা ফিল্ম এডিটিং: 'আনোরা' সিনেমার জন্য শন বেকার

জনপ্রিয়