ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

৯৯ ভাগ মানুষই জানেন না, ভেজা হাতে ডিটারজেন্ট নিলে গরম অনুভূতির কারণ

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৮:২২, ১৮ মার্চ ২০২৩

৯৯ ভাগ মানুষই জানেন না, ভেজা হাতে ডিটারজেন্ট নিলে গরম অনুভূতির কারণ

কাপড় পরিষ্কার করার জনপ্রিয় একটি উপাদান হলো ডিটারজেন্ট পাউডার। কাপড় ধোয়ার সময় অনেকেই হয়তো খেয়াল করেছেন ভেজা হাতে এ উপাদান হাতে নেয়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূতি হয়। কিন্তু কেন? তার কারণ জানা নেই ৯৯ ভাগ মানুষেরই।

ভেজা হাতে ডিটারজেন্টকে স্পর্শ করার পর গরম অনুভূতির কারণ জানিয়েছেন রসায়নবিদরা। কারণ ভেজা হাতে ডিটারজেন্ট গরম লাগার অনুভূতির কারণ লুকিয়ে আছে রসায়ন বিদ্যায়।

কাপড় পরিষ্কার করা ডিটারজেন্টের মূল উপাদান মূলত সোডিয়াম কার্বনেট । এই সোডিয়াম কার্বনেটই পানির সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে।

এর কারণ পানির চেয়ে পাউডারের ঘনত্ব বেশি। আর সে পাউডার সোডিয়াম কার্বনেটের হওয়ায় তা পানির সঙ্গে বিক্রিয়া করা শুরু করলে তাপের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়।

আর এ কারণেই ভেজা হাতে ডিটারজেন্ট নেয়ার পরপরই গরম অনুভূত হয়ে থাকে। কিন্তু এ তাপ হাতে নিলে অনুভব করা গেলেও এক বালতি পানিতে তা অনুভব করার উপায় নেই।

এমন কারণের ব্যাখ্যাও রয়েছে রসায়ন বিদ্যায়। এক বালতি পানিতে ডিটারজেন্ট দেয়ার পর সেখানে তাপ উৎপন্ন হলেও তা অনুভব করার উপায় নেই। কারণ উৎপন্ন হওয়া তাপ দ্রুতই পানিতে বিলীন হয়ে যায়।

সূত্র: নিউজ ১৮ বাংলা  

জনপ্রিয়