ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৮, ৩ মে ২০২৫

আপডেট: ০৯:৪৪, ৩ মে ২০২৫

সর্বশেষ

৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা।

শনিবার (৩ মে) ভোরেই সারাদেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই মহাসমাবেশ। এতে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পর থেকেই আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। ৮টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার হেফাজত নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। কেউ পায়ে হেঁটে, কেউবা গাড়িতে করে সমাবেশে আসছেন। সকাল থেকেই ছোট ছোট মিছিল জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

এর আগে, গত শুক্রবার (২ মে) বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

হেফাজতের চার দফা দাবি—

>> নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

>> সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

>> হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে। 

>> ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

জনপ্রিয়