ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৫ জুন থেকে ঈদের ছুটি, আগের দুই শনিবার অফিস খোলা 

জাতীয়

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৩০, ৬ মে ২০২৫

আপডেট: ১৬:৫৮, ৬ মে ২০২৫

সর্বশেষ

৫ জুন থেকে ঈদের ছুটি, আগের দুই শনিবার অফিস খোলা 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটি দীর্ঘ হওয়ায়, ঈদের আগের দুই শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সেই হিসেবে, ২৪ মে ও ৩১ মে অফিস আদালত খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দশ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

প্রসঙ্গত, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। আরবি ক্যালেন্ডারের হিসেবে জ্বিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারণ হবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটির মধ্যে দুটি শুক্রবার (৫ জুন ও ১৩ জুন) ও দুটি শনিবার (৭ জুন ও ১৪ জুন) আছে।

জনপ্রিয়