ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৫ জুন ২০২৩

সর্বশেষ

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে মামলা করা হয়েছে। আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে তাকে তলব করারও নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক শাহ আহমদ বাদল এ মামলা করেন। ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’– মেয়রের এমন বক্তব্যকে ‘আদালত অবমাননা’ দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে এই মামলা করা হয়। 
এর আগে গত ২৪ মে ব্যারিস্টার ফজলে নূর তাপসের এই বক্তব্য আপিল বিভাগের নজরে নিয়েছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলা দায়ের প্রসঙ্গে শাহ আহমদ বাদল সাংবাদিকদের বলেন, ‘মেয়র তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে নেওয়া হলেও এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেননি। এজন্য বিষয়টি পিটিশন আকারে দাখিল করা হয়েছে।’

জনপ্রিয়