ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

ব্রিকস শীর্ষ সম্মেলনে শি-মোদি বৈঠক নিয়ে গুঞ্জন

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২২ আগস্ট ২০২৩

সর্বশেষ

ব্রিকস শীর্ষ সম্মেলনে শি-মোদি বৈঠক নিয়ে গুঞ্জন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে মঙ্গলবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। ইতিমধ্যে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারের ব্রিকস সম্মেলনে মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

৩ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে বেশ কয়েক দফায় সেনা পর্যায়ের বৈঠক হয়েছে সীমান্তে। তবে তাতে কোনও সমাধান বেরিয়ে আসেনি। এদিকে চীনের একাধিক অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির কর ফাঁকির বিষয়ে কড়া হয়েছে ভারত সরকার।

তবে মোদী-জিনপিং বৈঠকের জল্পনার বাস্তবতা কত? এই প্রশ্নই করা হয়েছিল ভারতের বিদেশ সচিব বিনয় কোওয়াটরাকে। জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি এগোচ্ছে। তার এহেন মন্তব্যে জল্পনা আরও দৃঢ় হয়েছে। তবে স্পষ্ট কোনও ধারণা এখনও মেলেনি। এর আগে গতবছর নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজের সময় ক্ষণিকের জন্য মুখোমুখি হয়ে কিছু বার্তা বিনিময় হয়েছিল মোদি ও শি। 

এদিকে বাণিজ্যের স্বার্থে চীন বরাবর দাবি করেছে, পরিস্থিতি স্বাভাবিক আছ। তবে ভারত নিজেদের অবস্থানে অনড়। মোদি থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বারবার বলেছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয়। আর এই আবহে গত এই তিন বছরে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি ভারত ও চীনের দুই রাষ্ট্রপ্রধানের। তবে জল্পনা শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে মুখোমুখি বৈঠকে বসতে পারেন মোদী ও জিনপিং।

জনপ্রিয়