ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাছ চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা 

বিবিধ

আমাদের বার্তা, নড়াইল 

প্রকাশিত: ১৫:৪৭, ২ মে ২০২৫

সর্বশেষ

গাছ চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা 

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরকারি গাছ চুরি করে বিক্রির ঘটনায় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জনের নামে মামলা হয়েছে। 

শুক্রবার (২ মে) এই তথ্য নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম। 

তিনি জানান, গত বুধবার রাতে নড়াইল সদর থানায় মামলা করেছেন শাহাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান। মামলার অন্য আসামিরা হলেন- প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কেটে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন যে, গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানা যায়, মামলার আসামিরা কোনো অনুমতি ছাড়াই সরকারি খাস জমি থেকে গাছ কেটে বিক্রি করেছে। 

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, ‘প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তি মালিকদের জমিতে ছিলো, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাস জমি থেকে গাছ কাটা বেআইনি। একারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

জনপ্রিয়