
এক মোটরসাইকেলে চেপে বসেছিলেন চার বন্ধু। দ্রুত গতিতে তারা একটি ট্রাককে পাশ-কাটিয়ে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় পাশে থাকা আরেকটি চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনার। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২ মে) স্থানীয়রা জানায়, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজারের পশ্চিম পার্শ্বের একটি সেতুর ওপর গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। নিহত দুজনের নাম কৌশিক (২২) ও শ্রাবণ (২৩)।
নিহত শ্রাবণ পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে এবং কৌশিক একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে।
আহত দুজন হলেন- শ্যামপুর গ্রামে রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক ও শ্রাবণের মৃত্যু হয়। অপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’