ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি 

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি 

কানপুর টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় আড়াই দিন ভেসে যাওয়ার পরও লজ্জার হারের স্বাদ পেয়েছে সফরকারীরা। তবে টেস্ট হার ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ও দ্বিধা দুই-ই আছে। 

যে কারণে ম্যাচ শেষে সাকিবকে সংবর্ধনা দিয়েছেন কানপুরে সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। তার আগে দেশ সেরা ক্রিকেটার সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি।

সাকিব অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। যদি বাংলাদেশে এসে টেস্ট খেলতে না পারেন সেক্ষেত্রে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও অনিশ্চিত হয়ে পড়বে। 

এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেললেও  ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ না পড়লে সাকিব ও বিরাটের মুখোমুখি হওয়ার আর সুযোগ থাকবে না। বিষয়টি মাথায় রেখেই হয়তো সাকিবকে নিজের ব্যাট স্মৃতি হিসেবে হাতে তুলে দিয়েছেন বিরাট। এ সময় দু’জনকে বেশ খুনসুটিও করত দেখা যায়। 

বিরাট কোহলি বরাবরই সাকিবের গুনমুগ্ধ একজন ক্রিকেটার। তিনি একাধিকবার সাকিবের প্রশংসা করেছেন। সাকিবের আর্ম বলা খেলা যে কঠিন সেকথাও স্বীকার করেছেন। এছাড়া বাংলাদেশি তারকার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রশংসাও করতে দেখা গেছে তাকে। 

জনপ্রিয়