২০২২ খ্রিষ্টাব্দে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।
আবারো সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।
নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী মঞ্চে দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে লিড নেয় লাল-সবুজের দল। চার মিনিটের মধ্যে সেটি শোধ করে মহারণ জমিয়ে তোলে স্বাগতিক দল। নির্ধারিত সময়ের শেষদিকে ঋতুপর্ণা চাকমার গোলে টানা দ্বিতীয় আসরে সাফ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দারুণ লড়ে চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের লাল-সবুজের দলের গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
মেয়েদের সাফে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল সানজিদা-সাবিনাদের বাংলাদেশ।
মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। পরের দশ মিনিটে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। তবে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যদল বাংলাদেশই।
দশম মিনিটে নেপালের একটি আক্রমণ বাংলাদেশের ক্রসবারে লেগে ফেরে। ২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের দূরপাল্লার শট স্বাগতিক গোলরক্ষকের হাতে জমে। এ অর্ধের বাকি সময়েও চলে একের পর এক গোলের সুযোগ তৈরির চেষ্টা, শুধু জালের দেখা পায়নি কেউই।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমা গোল আনেন। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখা যায়নি। চার মিনিটের মধ্যেই সমতা টানে স্বাগতিক দল। নেপালকে উন্মাদনায় মাতিয়ে গোল করেন আমিশা কারকি।
ম্যাচের ৬১ মিনিটে নেপালের জোরাল একটি আক্রমণ বক্সের মধ্য থেকে কোণাকুণি শটে বাংলাদেশের গোলরক্ষক ও বারের নাক ঘেঁষে বেরিয়ে যায়। পরের কিছু সময় চলে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা।
মারিয়া মান্ডা ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন। শূন্যে ঝাঁপিয়ে সেটি প্রতিহত করেন নেপাল গোলরক্ষক। ৭৬ মিনিটে নেপালের আরেকটি ভালো আক্রমণ বাংলাদেশের সেন্টারব্যাকের প্রতিরোধের মুখে পড়ে শেষে গোলরক্ষক রূপনার হাতে জমে।
ম্যাচের ৭৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি শামসুন্নাহার, তাতে আক্রমণের ফলও তোলা হয় না বাংলাদেশের। ৮১ মিনিটে আসে সেই ফলও। বাঁ-পায়ের দর্শনীয় কোণাকুণি শটে ঋতুপর্ণা চাকমা লিডে ফেরান লাল-সবুজদের। ওই গোলেই আসে শিরোপার হাসি।
২০ হাজার দর্শক ধারণক্ষমতার দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ খ্রিষ্টাব্দে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।