ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫ , ২ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৮:৪৫, ১৬ মে ২০২৫

সর্বশেষ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

গোলের জন্য হাপিত্যেশ করছিল বাংলাদেশ। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত বাংলার যুবাদের আটকে রেখেছিল নেপাল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ৭ মিনিটের ঝড়ে নেপালকে এলোমেলো করে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। নেপাল ১ গোল শোধ করলেও তা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের যুবাদের হারিয়ে শেষ হাসি বাংলাদেশেরই। জয়ের ব্যবধান ২-১ গোল।

ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ শুক্রবার (১৬ মে) ফেভারিট হয়েই মাঠে নামে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে সেমিতে আসা লাল-সবুজের প্রতিনিধিরা ভালো খেলেও প্রথমার্ধে গোল পায়নি। বিরতির আগে গোল করতে দেয়নি নেপালকেও। গোলশূণ্য স্কোরলাইন নিয়ে টানেলে যায় দুদল।

বিরতির পর ফিরে ফয়সাল-আশিকরা প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার হানা দেন। তবে, গোল আসছিল না। ম্যাচের ৭৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্ণারে লাফিয়ে উঠে হেড দেন আশিকুর রহমান। বল খুঁজে পায় নেপালের জাল। এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল বাংলার যুবারা। ৭৯ মিনিটে আসে সুযোগ। কাউন্টার অ্যাটাক থেকে বল পায় বাংলাদেশ। নিজেদের ডি-বক্সের একটু বাইরে থেকে মাপা ক্রসে বল পাঠান স্যামুয়েল রাকসাম। ফরোয়ার্ড মানিক একাই কাটান দুই নেপালি ডিফেন্ডারকে। ডি-বক্সের ভেতর নিজে শট নেওয়ার সুযোগ পেলেও নেননি ঝুঁকি। ফাঁকা থাকা ফয়সালের দিকে আলতো করে বাড়িয়ে দেন। সেখান থেকে গোল পেতে অসুবিধা হয়নি বাংলাদেশ অধিনায়কের। আসরে তৃতীয় গোল করেন ফয়সাল।

৮৬ মিনিটে নেপাল একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে, বাকিটা সময় বাংলাদেশ লিড ধরে রাখে দারুণভাবে। রেফারির শেষ বাঁশি তাদের তুলে দেয় ফাইনালের মঞ্চে।

 

জনপ্রিয়