
নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল মধ্যে দিয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
উপজেলার মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, শিক্ষক মো.মোস্তফা, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা খারাপের অজুহাত দিয়ে বাস মালিক সমিতি এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে সিএনজি চালিত অটোরিকসায় অতিরিক্ত ভাড়া দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসতে হয়। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।