ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

ইবিতে আই আইইআর’র উদ্যেগে আন্তর্জাতিক সেমিনার

শিক্ষা

আমাদের বার্তা, ইবি 

প্রকাশিত: ১৯:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ইবিতে আই আইইআর’র উদ্যেগে আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইই আর) এর আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। 

প্রধান বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিজ অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক ইয়োশীও মায়েদা এবং এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক ও কর্মকর্তারা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে অধ্যাপক ইয়োশীও মায়েদা সাস্টেনেবল সোসাইটি কিরেটেড বাই দ্যা ইউুথ অব দ্যা ওয়াল্ড বিষয়ে এবং অপর বক্তা কাওয়ামোতে ইয়াশুহিরো হাইআর এডুকেশন অ্যান্ড জব অপরচুনেটি ইন জাপান বিষয়ের উপর আলোচনা করেন।

জনপ্রিয়