
সাবেক তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, প্রযুক্তি মানুষের চিন্তা চেতনায় হস্তক্ষেপ করছে। এতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কমে যাচ্ছে। আমরা যতোক্ষণ অনলাইনে থাকি ততোক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পর্যবেক্ষণ করে। সে অনুযায়ী আমাদের প্রতিটি কাজে হস্তক্ষেপ করে।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘নবীনবরণ ও অগ্রায়ন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিভিন্ন দেশে সংবাদপত্রের প্রচার সংখ্যা কমে যাচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আশার বিষয় হলো, বাংলাদেশে নতুন নতুন সংবাদপত্র বাজারে আসতেছে। এ ছাড়াও প্রিন্ট পত্রিকার পাঠক কমলেও অনলাইনে ই-পেপারের গ্রহণযোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (চলতি দায়িত্ব) ড. কামালউদ্দীন আহমদ বলেন, সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতগুলো বিভাগ আছে তার মধ্যে অন্যতম একটি বিভাগ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এ বিভাগের শিক্ষার্থীরা কাজ করছে। দেশের অগ্রযাত্রায় অবদান রাখছে। যেটা অত্যন্ত গর্বের একটা বিষয়। বাংলাদেশের অনেক সনামধন্য ব্যক্তিত্ব এ বিভাগেরই শিক্ষার্থী। তারা বিভিন্নভাবে সুপ্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে দৈনিক কালের কন্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের যোগাযোগের নেটওয়ার্কটা বড় করুন। এটি আপনাকে এগিয়ে দেবে। নতুন নতুন জিনিস করতে উৎসাহিত করবে। যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারি, আমাদের জন্য পৃথিবী উন্মুক্ত।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবুল হোসেন, বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম ও মিনহাজ উদ্দীন।