
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দুর্নীতিবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রশাসন ভবনের সম্মুখভাগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসসর ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
ভাইস-চ্যান্সেলর তার বক্তৃতায়, যে অন্যায্য কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সর্বস্তরের স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেন। ইদানিং অন্যায়ের পক্ষে থাকার একটি সামাজিকীকরণের সংস্কৃতি চলছে উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর বলেন, সবার আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মিলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গড়ে তলতে হবে।
উল্লেখ্য, দুর্নীতিবিরোধী র্যালিতে সিকৃবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।