
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘শ্রমিক ও শ্রমের অধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বশেমুরবিপ্রবির একাডেমিক ভবনের ৫২৭ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম এ. হোসাইন এবং বক্তা হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রঞ্জন সাহা পার্থ, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর তৌফিকুল ইসলাম খান, ঊর্ধ্বতন কর্মসংস্থান কর্মকর্তা মো. ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মো. সাইদুজ্জামান শীলন এবং ফ্রিল্যান্স গবেষক মো. তরিকুল আলম তাসিকুল।