ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কুবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে সেমিনার 

শিক্ষা

আমাদের বার্তা, কুবি

প্রকাশিত: ২০:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

কুবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে সেমিনার 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘ওয়ে টু কোয়ালিফাই ইউরসেল্ফ ফর সাসটেইনেবল ক্যারিয়ার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যে ক্যারিয়ার আমরা নিজের জন্য গড়তে চাই, সে পর্যন্ত পৌঁছাতে শুরু থেকেই ঐ ক্যারিয়ার সম্পৃক্ত পড়ালেখা এবং দক্ষতা অর্জন করতে হবে। উড়ো চাকরির দিকে ঝুঁকে যাওয়া যাবে না, এতে চূড়ান্ত ক্যারিয়ারের পরিকল্পনা নষ্ট হতে পারে।’

তিনি আরো বলেন, ‘চাকরি জীবনে টপ লেভেলে যেতে হলে ক্রিটিক্যাল থিংকিং এবিলিটি থাকা জরুরি। তবে এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যারিয়ারে আপনারা যে যাই হোন না কেনো প্রফেশনাল হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পিন্টু কুমার দে এবং আইডিএলসির ক্রেডিট রিস্ক ম্যানেজার ফয়সাল হাসানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

জনপ্রিয়