ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

র‍্যা*গিংয়ের অভিযোগে জবির ইতিহাস বিভাগে ক্লাস-পরীক্ষা স্থগিত 

শিক্ষা

আমাদের বার্তা, জবি 

প্রকাশিত: ২০:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

র‍্যা*গিংয়ের অভিযোগে জবির ইতিহাস বিভাগে ক্লাস-পরীক্ষা স্থগিত 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭ তম ব্যাচের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১৪ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

ক্লাস ও পরীক্ষা স্থতিগের কারণ অনুসন্ধানে জানা যায়, বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা পরিচয় পর্বের নামে যেন নবীন (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের রুমে না যায় এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্ত সে নির্দেশনা উপেক্ষা করে জুনিয়র ব্যাচের রুমে গিয়ে পরিচয় পর্ব করেন ১৭ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে রুঢ় ব্যবহার করারও অভিযোগ ওঠে। যে অভিযোগ বিভাগের শিক্ষকদের কাছে গেলে ১৭ ব্যাচের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

এ বিষয়ে ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, র‌্যাগিংয়ের এ বিষয়টা নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে। আলোচনাধীন কোনো বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিছুদিন পর ওই ব্যাচের মিডটার্ম পরীক্ষা শুরু হবে। শুধুই যে র‌্যাগিংয়ের জন্য বন্ধ করা হয়েছে এমন না।

জনপ্রিয়