ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন, ফুটবলে রানারআপ একই বিদ্যালয় 

শিক্ষা

আমাদের বার্তা, নওগাঁ 

প্রকাশিত: ২০:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন, ফুটবলে রানারআপ একই বিদ্যালয় 

জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর হ্যান্ডবল (বালিকা) রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন ও ফুটবল (বালিকা) রানারআপ হয়েছেন একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বুধবার রাজশাহীতে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের খেলায় এ সাফল্য অর্জন করেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার লাবন্য প্রভা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হ্যান্ডবল (বালিকা) ও ফুটবল (বালিকা) খেলায় নওগাঁর ১১টি উপজেলার শিক্ষার্থীদের হারিয়ে জেলায় প্রথম হয় বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী লাবণ্য প্রভা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর গত বুধবার দিনব্যাপী রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে বিভাগের ৮টি জেলার খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় হ্যান্ডবল (বালিকা) রাজশাহী জেলাকে ৩/২ গোলে পরাজিত করে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন ও ফুটবল (বালিকা) এর প্রতিযোগিতায় চাপাইনবয়াবগঞ্জ জেলার সঙ্গে প্রতিযোগিতা করে ১/০ গোলে পরাজিত হয়ে রানারআপ হয়েছেন তারা।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে লাবন্য প্রভা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আমাদের বার্তাকে বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ও ফুটবলে রানারআপ হয়েছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় তারা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়েছে। তারা ভবিষ্যতে আরো ভালো খেলে আমার বিদ্যালয়সহ এই জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে। আমি দোয়া করি আমার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও প্রথম হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে।

জনপ্রিয়