ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে এনটিআরসিএ। গতকাল বৃহস্পতিবার এনটিআরসিএ’র ওয়েবসাইটে এই সিলেবাসটি প্রকাশ করা হয়।  

বিস্তারিত দেখুন : 

স্কুল পর্যায় সিলেবাস দেখতে ক্লিক করুন

স্কুল পর্যায়-২ সিলেবাস দেখতে ক্লিক করুন

কলেজ পর্যায় সিলেবাস দেখতে ক্লিক করুন 

এর আগে সারা দেশে ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৫ মার্চ শুরু হয়। 
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঈদুল ফিতরের পরপরই প্রকাশের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ বলছে, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
গত বছরের ৯ নভেম্বর থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করেন এবং আবেদন শেষ হয় ৩০ নভেম্বর। আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি শেষ হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।

প্রথম ধাপে প্রার্থীরা ১০০ নম্বরের এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এক ঘণ্টার এই পরীক্ষায় প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০। 

জানা যায়, সর্বশেষ গত ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যে নিবন্ধন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। গত সাড়ে তিন বছরে নতুন শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি হয়নি। উচ্চশিক্ষার গণ্ডি পেরিয়ে বহু প্রার্থী শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন।

জনপ্রিয়