ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ক্যারিয়ার সেমিনার

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১৮ মে ২০২৪

সর্বশেষ

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ক্যারিয়ার সেমিনার

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মার্কেটিং বিভাগ আয়োজিত ‘ক্যারিয়ার সেমিনার এবং  বিদায়ী অনুষ্ঠান ২০২৪’ উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ.ফ.ম. রেজাউল হাসান। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য ও  বিজ্ঞান অনুষদের  চেয়ারম্যান মো. শফিউদ্দিন বিশ্বাস, বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলাম, বিভাগীয় শিক্ষকবৃন্দসহ কলেজের অন্যান্য  শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক সায়েদুল আবরার।

বিদায়ী অনুষ্ঠানে অধ্যক্ষ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মেডেল প্রদান করেন। শিক্ষার্থীরা  শিক্ষাজীবন শেষে পরবর্তীতে চাকরি জীবনের জন্য কি কি পদক্ষেপ নিলে জীবনে সাফল্যমন্ডিত হবে সে বিষয়ে তিনি বক্তব্য রাখেন। 

এদিকে অধ্যক্ষের উপস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ অভূতপূর্ব আনন্দ ও সন্তোষ প্রকাশ করে। দিনভর আলোচনা শেষে শিক্ষার্থীদের মনোরম সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

জনপ্রিয়