
ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ইসলামিক সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন কর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী।
অনুষ্ঠানে তিনি এ উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব’ কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছিলো। উৎসবের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়।