ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ১৯ মে ২০২৩

সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। তৃতীয়বারে দেশে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 
শনিবার ‘বি’ (মানবিক) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। আর আগামী ২৭ মে (শনিবার) ‘সি’ ইউনিট এবং ৩ জুন (শনিবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। গুচ্ছ পদ্ধতিতে  ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে তিন লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসেই এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশিষ্টরা।
প্রতিটি ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের ১ ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পদ্ধতির পরীক্ষায় অংশ নিতে হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।
সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, সবশেষ উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, একই সিলেবাসে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার মানবিক শাখা বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। 

জনপ্রিয়